কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো. আতিকুল ইসলাম যোগদান করেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) কাশিয়ানী এসিল্যান্ড হিসেবে যোগদান করে তিনি দায়িত্ব পালন শুরু করেছেন।
৩৫তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার হিসেবে পদায়ন পাওয়ার পর গত ৫ এপ্রিল গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এর আগে তিনি মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।
আতিকুল ইসলামের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জবিলাসী।
যোগদানের পর এ প্রতিবেদকের সাথে কথা হলে তিনি বলেন, ‘বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস বিগত দিনে যেভাবে সেবা দিয়েছেন, তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে জনগণের আস্থা ও নির্ভরযোগ্য ঠিকানায় পরিণত করবো। স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও সহজীকরণ ভূমি সেবা নিশ্চিত করতে কাজ করে যাবো। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’