কাশিয়ানী প্রতিনিধি: সাপের কামড়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে শাহাদত শেখ (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শাহাদত শেখ কাশিয়ানী সদর উপজেলা বাজারের আব্দুর রহিম অফসেট প্রেসের মালিক। তিনি উপজেলার পিঙ্গলিয়া গ্রামের জাফর শেখের ছেলে।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে ঘুমন্ত শাহাদতকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।