,

কাশিয়ানীতে শ্বশুরবাড়ি বেড়াতে এসে লাশ হলো জামাই

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো ইসমাইল মুন্সী (২৫) নামে এক যুবক।

সোমবার সকালে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত ইসমাইল মুন্সী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মৈশাধামনা গ্রামের গোলজার মুন্সির ছেলে।

সে গাজীপুর থেকে রোববার দিবাগত রাত আড়াই টার দিকে কাশিয়ানী উপজেলার ধানকোড়া গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসে।

প্রতিবেশীরা জানায়, কাশিয়ানী উপজেলার পারকরফা গ্রামের জাফর শেখের মেয়ে নিপা খানমের সাথে মোবাইলে দুই বছর আগে ইসমাইলের পরিচয় হয়। ইসমাইল দীর্ঘদিন কাতারে ছিলেন। এরপর গত ৭ মাস আগে তারা দু’জনে আদালতের মাধ্যমে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর থেকে তাদের সম্পর্ক অবনতি হয়। ইসমাইল সোমবার রাত আড়াই টার দিকে শ্বশুরবাড়ি ধানকোড়া গ্রামে আসে। সোমবার সে রহস্যজনক কারণে মারা যায়। এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

শ্বশুরবাড়ির লোকজনের দাবী, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ করে ঘরের ভিতরে ফ্যানের সাথে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। দরজা ভেঙ্গে তার লাশ বের করা হয়।

নিহতের স্ত্রী নিপা খানম বলেন, আমাকে গাজীপুরে নিয়ে যাওয়ার জন্য ইসমাইল রাতে আমাদের বাড়িতে আসে। আমি তার প্রস্তাবে রাজি না হয়ে পরে যাব বললে দু’জনের মধ্যে দ্বন্দ হয়। এক সে ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আমরা দরজা ভেঙে তাকে বের করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে যাই।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে। পরে লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি অপমৃত্যু হয়েছে বলেও পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর