,

কাশিয়ানীতে ভ্যান থেকে পড়ে যাত্রীর মৃত্যু

বিডিনিউজ ১০, ডেস্কগোপালগঞ্জের কাশিয়ানীতে মটর চালিত ভ্যান থেকে পড়ে আব্দুল আলিম মোল্লা (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলিম মোল্লা কাশিয়ানী উপজেলার মহেশপুর গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে।

কাশিয়ানী থানার এসআই ফিরোজ আলম জানান, একটি ভ্যানে করে জয়নগর থেকে কাশিয়ানী উপজেলা সদরে যাচ্ছিলেন আলিম মোল্লা। এ সময় ভ্যানটি ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় পৌঁছালে ভ্যান থেকে ছিটকে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর পড়ে যায়। পরে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর