,

কাশিয়ানীতে ‘ভাসমান কৃষি’ নিয়ে মাঠ দিবস

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে কচুরিপানার ভাসমান বেডে শীতকালীন সবজি উৎপাদনের আধুনিক কলা-কৌশলের উপর কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে কাশিয়ানী উপজেলার আড়কান্দি গ্রামে ভাসমান বেডে সবজি, মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সিএসও মো. রফি উদ্দিন।

কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের প্রধান ড. মোঃ মহসীন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে ভাসমান প্রকল্পের পিডি ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ মাঠ দিবসে কাশিয়ানী উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন।

এই বিভাগের আরও খবর