জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: স্থানীয় সরকার অধিদপ্তর (এলজিইডি)র ব্রিজের মুখ বন্ধ করে গোপালগঞ্জের কাশিয়ানীতে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গোয়ালগ্রাম পশ্চিমপাড়া এলাকায় ওই গ্রামের ইমরান শেখ এ বসতবাড়ি নির্মাণ করছেন।
এতে বৃষ্টি ও বর্ষাকালে ওই এলাকার প্রায় দেড় শ’ বিঘা ফসলি জমি জলাবদ্ধের আশংকা করছেন স্থানীয় কৃষকরা।
এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, গোয়ালগ্রাম-পদ্মবিলা সড়কের গোয়ালগ্রাম পশ্চিমপাড়া চাঁন মিয়ার বাড়ি সংলগ্ন ব্রিজের মুখ বন্ধ করে এক্সেভেটর (ভেকু) দিয়ে বসতবাড়ি নির্মাণ করছেন ইমরান নামে এক ব্যক্তি। তিনি ওই গ্রামের মো. আজাহার শেখের ছেলে। বসতবাড়ি নির্মাণ করা জমির মধ্যে সরকারি খাস জমি রয়েছে। জমির মালিক প্রভাব খাটিয়ে কারও কোন কথা কর্ণপাত না করে নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন।
বীর মুক্তিযোদ্ধা আবু জাফর বলেন, ‘বৃষ্টি ও বর্ষাকালে প্রায় দেড় শ’ বিঘা ফসলি জমির পানি এ ব্রিজের নিচ দিয়ে নিষ্কাশিত হয়। কিন্তু ব্রিজের মুখ আটকে বসতবাড়ি করায় পানি চলাচলা বন্ধ হয়ে যাবে। ফলে এসব জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসল উৎপাদন ব্যাহত হবে। আমরা কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবো। তাই বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে পানি চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এ ব্যাপারে জমির মালিক ইমরান শেখ বলেন, ‘ব্রিজের মুখ বন্ধ হলে আমার কিছু করার নেই। আমি আমার নিজস্ব দলিলের জমিতে বাড়ি করছি। পাশে অনেকে খাস জমিতে বাড়ি-পুকুর করেছে। সেখানে কেউ কিছু বলেন না কেন।’
কাশিয়ানী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোরশেদুল ইসলাম বলেন, ‘এ ধরণের কোন অভিযোগ পাইনি। তবে কেউ অবৈধভাবে ব্রিজের মুখ বন্ধ করলে ব্যবস্থা নেয়া হবে।’
-লিয়াকত হোসেন লিংকন