,

কাশিয়ানীতে পাটগুদামে অগ্নিকান্ড

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি পাটগুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পাটগুদাম মালিক হাফিজুর রহমান লিখন মোল্যার।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কাগদী গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও স্থানীয়রা ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

গুদাম মালিক মো: হাফিজুর রহমান লিখন মোল্যা বলেন, হঠাৎ গভীর রাতে পাটগুদাম থেকে ধোঁয়া বের হতে দেখি। পরে কাছে গিয়ে গুদামের ভিতরে আগুনের শিখা দেখতে পাই। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন ও খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নিভায়। তবে কেউ পূর্বশত্রতার জের ধরে আগুন লাগিয়ে দিয়েছে বলে ধারণা করছেন তিনি।

কাশিয়ানী থানার ওসি মোঃ আজিজুর রহমান অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুনে গুদাম মালিকের অনেক ক্ষতি হয়েছে।’

এই বিভাগের আরও খবর