নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় কাশিয়ানীতে পবিত্র শবেবরাত পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯এপ্রিল) দিনগত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত কামনায় নিজ নিজ বাসস্থানে দোয়া ও নফল নামাজ আদায় করার মাধ্যমে রাতটি অতিবাহিত করেন।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ইসলামিক ফাউন্ডেশনের বিধি-নিষেধের কারণে কাশিয়ানীতে ঘরে বসেই মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে রাতটি অতিবাহিত করেন।
মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা এবং করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মুসলমানরা বিশেষ মোনাজাত করেন।
উপজেলার প্রতিটি এলাকায় নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ সর্বস্তরের মুসলমান মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য রাতে ইবাদত-বন্দেগী, মৃত পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের জন্য দোয়া এবং অনেকে নফল রোজা রেখেছেন।