,

কাশিয়ানীতে নৌকার পক্ষে এমপি কন্যার ভোট প্রার্থনা

নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন এমপি কন্যা কানতারা কে খান ও ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান।

কাশিয়ানী প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইলেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য কর্ণেল (অব:) মুহাম্মদ ফারুক খানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য কানতারা কে খান।

বুধবার কাশিয়ানী মুক্ত দিবস উপলক্ষে উপজেলার ভাটিয়াপাড়া একতা কিন্ডার গার্টেন স্কুল মাঠে সদর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান ও স্থানীয় মুক্তিযোদ্ধা আয়োজিত নির্বাচনী জনসভায় আগত মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং নৌকাকে জয়ী করতে তিনি ভোট প্রার্থনা করেন।

মুক্তিযোদ্ধা মানোয়ারুল করিম লাবলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী ইমদাদুল হক, সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদোজ্জা বদর, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শামচুন্নাহার মিনা জামান, সহ-সভাপতি ইদ্রিস আলী মিয়া, জেলা পরিষদের সদস্য শরীফ সোহরাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, আনোয়ার হোসেন আনু, আজাদ হোসেন মৃধা প্রমুখ।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্ণেল (অব:) মুহা: ফারুক খানের পক্ষে নির্বাচনী জনসভায় কানতারা কে খান বলেন, ‘আমি আপনাদের কন্যা, ভাতিজি ও বোন হিসেবে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছি। মনে রাখবেন নৌকা মার্কা হলো স্বাধীনতার প্রতীক এবং গণতন্ত্রের প্রতীক। তাই বাংলাদেশের চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

এছাড়া তিনি নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি নির্বাচনী এলাকায় নৌকার পক্ষে নিরলসভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সড়ক, ফুটপাত, অলিগলি, বাসা-বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

এই বিভাগের আরও খবর