,

কাশিয়ানীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে নিরানন্দে উদযাপিত হচ্ছে ঈদ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্যদিয়ে করোনা পরিস্থিতিতে অনেকটা নিরানন্দে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

সকাল ৮টায় কাশিয়ানী কোর্ট মসজিদে ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নিরাপদ শারিরীক দূরত্ব ও অন্যান্য নির্দেশনা মেনে এ জামাত অনুষ্ঠিত হয়।

এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদসহ বিভিন্ন ও াজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ঈদের নামাজ আদায় করেন।

এছাড়া থানা জামে মসজিদ, পিংগলিয়া মাদ্রাসা, মসজিদ, তারাইল মাদ্রাসা মসজিদ, রামদিয়া সরকারি এস কে কলেজ মসজিদসহ উপজেলার প্রায় তিন শতাধিক মসজিদে দফায় দফায় জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে বৈশি^ক মহামারী করোনাভাইরাস থেকে মুক্তি, নিহতদের আত্মার শান্তি এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল­াহর নিকট বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ শেষে কাউকে কোলাকুলি ও হাত মেলাতে দেখা যায়নি। ফলে অনেকে হতাশ মনে ফিরেছে বাসায়।

তবে নামাজ পড়াকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর