কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং লোকের গণজমায়েত ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’টি সাপ্তাহিক হাট পন্ড করে দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ্বাস।
রোববার দুপুরে উপজেলার নড়াইল খান ও জাটিগ্রাম কাঠামদরবস্ত বাজারে সাপ্তাহিক হাট বসেছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিক হাট দুটি ভেঙে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ্বাস।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ্বাস বলেন, ‘সরকারি নির্দেশ অমান্য করে নড়াইল খান ও জাটিগ্রাম কাঠামদরবস্ত বাজারে সাপ্তাহিক হাট বসিয়ে ব্যাপক লোক জমায়েত হওয়ায় তা বন্ধ করে দেয়া হয় এবং ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণকে দ্রুত হাট ত্যাগের নির্দেশ দেয় হয়।’
তিনি আরো বলেন ‘সাধারণ ছুটি ঘোষণার পর থেকে প্রতিদিন পুরো কাশিয়ানী উপজেলায় আপামর জনসাধারণকে সচেতন এবং ঘরে রাখতে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। কেউ সরকারের নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’