কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া অসহায় শ্রমজীবী মানুষের মাঝে সরকারি খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। উপজেলার প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস সরকারিভাবে উপজেলার মহেশপুর ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে চাল বিতরণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ মিরান হোসেন মিয়া, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান, মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্যসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সকলের জন্য খাবার বিতরণ করা হচ্ছে। খাবারের জন্য কেউকে ঘর থেকে বের হতে হবে না। আমরা খাবার ঘরে ঘরে পৌঁছে দেব।’