কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে ১৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার রাজপাট গ্রামের এসকেন শেখের বসতবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-উপজেলার রাজপাট গ্রামের মৃত বাবু শেখের ছেলে ইসকেন (৫৮), মৃত জলিলুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৫০), আতিয়ার শেখের ছেলে ওয়াসিম শেখ (৩০), একই উপজেলার হাতিয়াড়া গ্রামের দলিল উদ্দিন মোল্যার ছেলে কুদ্দুস মোল্যা (৫০), তেঁতুলিয়া গ্রামের মৃত রুহুল আমিন শিকদারের ছেলে গাজী শিকদার (৫০) ও মুকসুদপুর উপজেলার মাঝিগাতি গ্রামের মৃত সালাম শেখের ছেলে মুছা শেখ (৬০)।
কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের এসকেন শেখের বসতবাড়ির একটি ঘরে একদল জুয়াড়ি জুয়া খেলছিল। এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করে। এ সময় তাদের কাছে থাকা ১৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ‘বুধবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
-লিয়াকত হোসেন লিংকন