কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এস, এম মাঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার উপ-মহা ব্যবস্থাপক মো. আলাউদ্দিন হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, গোপালগঞ্জ সোনালী ব্যাংকের রিজিওনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোহা: আব্দুর রশিদ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস, অধ্যক্ষ কে, এম মাহমুদ, মুক্তিযোদ্ধা আবুল বাশার প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।