,

কাশিয়ানীতে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল

কাশিয়ানী প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জের কাশিয়ানী শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উপজেলার বরাশুর মহিদুল উলুম হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশিয়ানী শাখার সভাপতি আব্দুল মান্নান খাকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ¦ তাজুল ইসলাম মোল্যা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম শেখ লেলিন।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও চরমোনাই পীর সাহেবের মুরিদরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর