,

কাশিয়ানীতে ইঁদুরের ফাঁদে প্রাণ গেল কৃষকের

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুরের ফাঁদে বিদ্যুতায়িত হয়ে সাহেব আলী মোল্যা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে উপজেলার পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেব আলী কাশিয়ানী উপজেলার পারুলিয়া পূর্বপাড়া গ্রামের মৃত গফুর মোল্যার ছেলে।

জানা গেছে, সাহেব আলী মোল্যা তার বাড়ির অদূরে বোরো ধানের বীজতলায় ইঁদুর মারার জন্য জিআই তারের সাথে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখেন। রাতে বীজতলা দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাতে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খোজাঁখুজি করে। অবশেষে গভীর রাতে বীজতলায় তারের সাথে জড়ানো সাহেব আলীর মৃতদেহ পড়ে থাকতে দেখে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এই বিভাগের আরও খবর