,

কাশিয়ানীতে আ’লীগের মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: আগামী ২৯ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের মতবিনিম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা, জেলা আওয়ামী লীগের সদস্য এম এ খায়ের, উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী নুরুল আলম জুন্নু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামচুন্নাহার মিনা জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরাফত হোসেন লাভলু মৃধা, উপজেলা যুবলীগের সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন, লুৎফর রহমান মিয়া লুথুসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর