জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে স্থানীয় প্রভাবশালী কর্তৃক সরকারি ব্রিজের মুখে নির্মিত অবৈধ ইটের দেয়াল অপসারণ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার শিল্টায় সহকারি কমিশনার (ভূমি) মিলন সাহার নেতৃত্বে অভিযান চালিয়ে এ দেয়াল অপসারণ করা হয়।
অবৈধ দেয়াল অপসারণ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি)কে ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসী।
সহকারি কমিশনার মিলন সাহা বলেন, স্থানীয় প্রভাবশালী ফারুক খন্দকার সরকারি ব্রিজের মুখে অবৈধভাবে ইটের দেয়াল নির্মাণ করেছিল। উপজেলা প্রশাসনের নির্দেশে সরেজমিনে গিয়ে সত্যতা যাচাইয়ের পর অবৈধ দেয়াল ভেঙে ফেলা হয়েছে। এতে বর্ষাকালে জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে ওই এলাকার ফসলি জমি।
-লিয়াকত হোসেন লিংকন