,

কাশিয়ানী উপজেলা ‘চেয়ারম্যান প্রার্থী’ হতে চান খাজা নেওয়াজ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: আগামী কাশিয়ানী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবেন বর্তমান ভাইস চেয়ারম্যান মো. খাজা নেওয়াজ।

দলীয় প্রতীকে নির্বাচন হলে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন চাইবেন তিনি।

সোমবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খাজা নেওয়াজের যেমন সাংগঠনিক জনপ্রিয়তা রয়েছে। তেমনি তিনি পরোপকারী, দরদী ও দক্ষ সংগঠক হিসেবেও বেশ পরিচিত। নেতা-কর্মীদের পাশাপাশি ভ্যান-ইজিবাইক চালকসহ খেটে খাওয়া সাধারণ মানুষের কাছেও রয়েছে সমান জনপ্রিয়তা। এ কারণে উপজেলা পরিষদ নির্বাচনে তারুণ্যের প্রতিনিধি হিসেবে খাজা নেওয়াজকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চায় সাধারণ জনগণ।

মো. খাজা নেওয়াজ বলেন, ‘আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হতে চাই। উপজেলাবাসীর সহযোগিতা পেলে আমি বিজয়ী হবো। সকল শ্রেণি-পেশার মানুষের সুচিন্তিত মতামতের ভিত্তিতে একটি সমৃদ্ধশালী উপজেলায় রুপান্তরিত করতে চাই। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে তরুণদের সংগঠিত করে সকলের সহযোগিতায় কাশিয়ানী উপজেলাকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করবো।’

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়নমূলক কর্মকান্ডের সুফল প্রতিটি ঘরে পৌঁছে দেব। শিক্ষা-স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখবো।’

এই বিভাগের আরও খবর