,

কাশিয়ানীর সীতারামপুর স্কুলের নিয়োগ পরীক্ষা সম্পন্ন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সীতারামপুর মোফাজ্জেল হোসেন উচ্চ বিদ্যালয়ের তিনটি পদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ জুলাই) কাশিয়ানী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের নিয়োগদানে সুপারিশ করেছে নিয়োগ বোর্ড। তিনটি পদে মোট ১৪ জন প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

পরীক্ষায় অফিস সহায়ক পদে আরমান মোল্যা, নৈশপ্রহরী পদে সজিব সমাদ্দার, আয়া পদে সম্পা বিশ্বাস সর্বোচ্চ নম্বর পেয়ে নিয়োগে চূড়ান্ত হয়েছেন।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম, ডিজির প্রতিনিধি ও কাশিয়ানী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া বেগম, প্রধান শিক্ষক জাকির হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান মিন্টু, টিআর সদস্য নাসির উদ্দিন।

 

এই বিভাগের আরও খবর