কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
নতুন বই পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে শিক্ষার্থীরা। নতুন বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে খুশিতে মাতোয়ারা তারা।
রবিবার (১ জানুয়ারি) সকালে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা বেগম।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ড (এনসিটিবি)র উদ্যোগে বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সমর বাকচীর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক বিকাশ চন্দ্র দাস, ইতি রানী বিশ্বাস, নিপু রায়, সাধনা বিশ্বাস, প্রবীর বিশ্বাস, আমিনুল ইসলাম জনি, অপূর্ব বিশ্বাস, মিয়া রাসেলুজ্জামান প্রমুখ। এছাড়া শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শুধু রামদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ই নয় বছরের প্রথম দিন উপলক্ষে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়।
-লিয়াকত হোসেন লিংকন