জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ভোর থেকে বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭ টায় উপজেলা কোর্ট মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত। সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারী-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের নামাজ আদায় করেন।
তবে উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করা হয়। বৃষ্টিতে কর্দমাক্ত হওয়ায় উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
এছাড়া কাশিয়ানী থানা জামে মসজিদ, কাশিয়ানী পূর্বপাড়া জামে মসজিদ, নাছিমা জামে মসজিদ, পিংগলিয়া মাদ্রাসা জামে মসজিদ, পোনা জামে মসজিদ, তারাইল ফুকরা মাদ্রাসা জামে মসজিদ, চাপ্তা মাদ্রাসা মসজিদ, রহিমদিয়া মাদ্রাসা মসজিদ, রামদিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সরকারি এসকে কলেজ মসজিদ, পারুলিয়া মাদ্রাসা মসজিদসহ উপজেলার প্রায় পাঁচ শতাধিক মসজিদে পৃথক পৃথক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
-লিয়াকত হোসেন লিংকন