,

কাশিয়ানীতে বিআরডিবির বার্ষিক সাধারণ সভা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক উপজেলা সেন্ট্রাল কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা বিআরডিবি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউসিসিএলির সভাপতি মুন্সী ফররুখ হোসাইনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নমিতা রানী, উপজেলা সমবায় সমিতির কর্মকর্তা মো. মুরাদ আলী, কৃষক সমবায় সমিতির সভাপতি নিমাই চন্দ্র শীল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম মুন্না, সাংবাদিক মো. আছাদুজ্জামান। সমিতির বার্ষিক হিসাব বিবরণী পেশ করেন হিসাব কর্মকর্তা রতন কুমার বাড়ৈ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাঠ সংগঠক আরিফুল ইসলাম।

এই বিভাগের আরও খবর