,

কাশিয়ানীতে নকল সার-কীটনাশক জব্দ, জরিমাণা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভেজাল সার-কীটনাশক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় রইচ মোল্যা ও নুর আলম নামে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমাণা করা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার জে ঘোনাপাড়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা জান্নাত এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল ইজাজুল করিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এএইচএম রাকিবুল হাসান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে সার-কীটনাশক বিক্রির দোকানে অভিযান চালিয়ে গ্রোজিন, থিয়োভিট ও জিপসামসহ বেশ কয়েকটি কোম্পানীর ভেজাল ও অনুমোদনহীন সার-কীটনাশক জব্দ করা হয়। ভেজাল সার-কীটনাশক বিক্রির দায়ে বিক্রেতা রইচ মোল্যাকে ১ লাখ ২০ হাজার ও নুর আলমকে ৭০ হাজার টাকা জরিমাণা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে এসব সার-কীটনাশক ধ্বংস করা হয়।

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর