,

কাশিয়ানীতে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানাকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১১ টায় কাশিয়ানী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, উপজেলা কৃষি কর্মকর্তা সনজয় কুমার কুন্ডু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লুথু মিয়া, দেবদুলাল বিশ্বাস, সাংবাদিক নিজামুল আলম মোরাদ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা।

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর