,

কাশিয়ানীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে খাল থেকে বিল্লাল কাজী (২৫) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় নিজামকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নওশের আলীর বাড়ি সংলগ্ন খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিল্লাল কাজী নিজামকান্দি ইউনিয়নের ফলসি চরপাড়া গ্রামের খায়ের কাজীর ছেলে।

নিহতের মা আঞ্জুয়ারা বেগম জানান, সোমবার দিবাগত রাত ৯ টায় তার ছেলে বিল্লাল কাজী মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে ভোর ৪ টায় বাড়িতে এসে পুনরায় সেই সময় বাহিরে চলে যায়। ভোর সাড়ে ৫ টায় খালের মধ্যে বিল্লালের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার চাচাতো ভাই রাহের কাজীকে ফোন করে জানায়।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খালের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যু কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরও খবর