,

কাশিয়ানীতে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) উপজেলার ভাটিয়াপাড়ায় কাশিয়ানী উপজেলা শাখার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নান খাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ কাশফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নাসির আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ¦ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা তাসলিম হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ লেলিন, জাতীয় ওলামা-মাশায়েক আয়েম্মা পরিষদ কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মো. মারুফ।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশিয়ানী উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ নুর মোহাম্মাদ, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মোল্লা আল আমিন, মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ মারুফ বিল্লাহ, মিজান, নজরুল ইসলাম, তরিকুল ইসলাম, রবিউল মাওলানা শহিদুল প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কাশিয়ানী শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ইমরান মৃধা।

এই বিভাগের আরও খবর