,

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

বিডিনিউজ ১০ ডটকম: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ আনোয়ার হোসেন নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

রবিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় অসুস্থ হওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া হাজতি আনোয়ার হোসেন (৫০) গাজীপুরের কাপাসিয়া উপজেলার জায়গীর এলাকার মো. শামসুদ্দীনের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম জানান, হাজতি আনোয়ার হোসেন কারাগারের ভেতর রবিবার বিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে প্রথমে কারা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা ছিল। গত ২০ নভেম্বর থেকে তিনি কারাগারে ছিলেন।

এই বিভাগের আরও খবর