মো. হাচিবুর রহমান: নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক কর্তৃক আবুল হাসান শেখ নামে এক বীরমুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
এ ঘটনার ওই মুক্তিযোদ্ধা প্রতিকার চেয়ে মুক্তিযোদ্ধার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
বীরমুক্তিযোদ্ধা আবুল হাসান শেখ উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগে জানা গেছে, ১৬ আগষ্ট সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ওই মুক্তিযোদ্ধা তাঁর অসুস্থ স্ত্রীকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি করাতে বলেন। কিন্তু কোন সিট নেই বলে রোগীকে অবহেলা করা হয়। পরে তিনি মুক্তিযোদ্ধার পরিচয় দিলে কর্তব্যরত চিকিৎসক বলেন- ‘ওইসব দেখার সময় নেই’ বলে অপমান করেন। নিরুপায় হয়ে অসুস্থ স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে যান। এ ধরনের অপমানের প্রতিকার চেয়েছেন ওই মুক্তিযোদ্ধা ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার বলেন, ‘এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে সরেজমিনে তদন্তপূর্বক অভিযোগের সত্যতা সম্পর্কে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’