,

করোনা রোগীদের চিকিৎসা দিতে অনিচ্ছা, ৬ চিকিৎসক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে অনিচ্ছা প্রকাশ করায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ৬ জন চিকিৎসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া ৬ চিকিৎসক হলেন, গাইনী বিভাগের জুনিয়র কনসালটেন্ট শারমিন হোসেন, আবাসিক চিকিৎসক মুহাম্মদ ফয়জুল হক, কনসালটেন্ট হীরম্ব চন্দ্র রায়, মেডিকেল অফিসার ফারহানা হাসনাত উর্মি পারভিন ও কাওসারউল্লাহ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বেলাল হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর