গোপালগঞ্জ প্রতিনিধি: করোনা মোকাবেলা, প্রতিরোধ এবং জনসমাগমকে নিয়ন্ত্রনে আনতে সেনাবাহিনীর টিম গোপালগঞ্জে কাজ শুরু করেছে।
আজ মঙ্গলবার দুপুরে তারা জেলা প্রশাসকের সাথে এক বৈঠকে বসেন। এসময় পুলিশ সুপার ও সিভিল সার্জন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, একজন লেফটেন্যান্ট কর্নেল-এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম প্রথমত বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরা ও জনসমাগম নিয়ন্ত্রনে আনতে আমাদের সাথে কাজ করবে। পাশাপাশি
বিভিন্ন ভাবে কর্মপরিকল্পনা প্রনয়ন করে এই মহামারী প্রতিরোধে কাজ করবে।
তিনি আরো জানান, সেনাবাহিনীর টিম আমাদের সাথে সমন্বয় করে কর্মপরিকল্পনা গ্রহন এবং সে অনুযায়ী তারা মাঠে কাজ করবেন।