নিজস্ব প্রতিবেদক: কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মারা যাওয়া পুলিশ সদস্য মোহাম্মদ জসিম (৪০) করোনায়ভাইয়ারাসে (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
বুধবার (২৯ এপ্রিল) মারা যাওয়া ওই কনস্টেবলের নমুনায় করোনা পাওয়া গেছে বলে পুলিশকে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।
ঢাকা মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তারা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। করোনায় মারা যাওয়া দেশে প্রথম পুলিশ সদস্য তিনি।
মারা যাওয়া ওই কনস্টেবলর নাম জসিম উদ্দিন(৪০)। বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তিনি দুই মেয়ে এক ছেলের বাবা। জসিম উদ্দিন ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ওয়ারি ফাঁড়িতে দায়িত্বরত থাকার সময় তিনি করোনায় সংক্রমিত হন। তাঁর সঙ্গে আরও একজন সদস্য সংক্রমিত হলেও তাঁর অবস্থা ভালো।
ওয়ারি বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ বলেন, কয়েকদিন আগে জসিমউদ্দিনের শরীরের করোনার লক্ষণ পাওয়া যায়। এরপর করোনা সন্দেহে তাঁকে ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়। ২৫ এপ্রিল তাঁর নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। নমুনার ফলাফল আসার পর তাঁকে পুলিশ হাসপাতালের করোনা ওয়ার্ডে নেওয়া হতো। কিন্তু মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর জানা যায়, তাঁর নমুনায় করোনা পাওয়া গেছে।