বিডিনিউজ ১০ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন গাইবান্ধা-৩ আসনের থেকে নির্বাচিত ডা. মো. ইউনুস আলী সরকার।
বৃহস্পতিবার বিকেলে স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
উল্লেখ্য, সংসদ নির্বাচনের পুনঃতফসিল অনুযায়ী গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ডা. ইউনুস আলী সরকার এক লাখ ২১ হাজার ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী দিলারা খন্দকার পান ২৪ হাজার ৩৮৫ ভোট। এর আগে জাতীয় পার্টি (জাফর) মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী গত ২০ ডিসেম্বর গভীর রাতে মারা গেলে নির্বাচন কমিশন ওই আসনে নির্বাচন স্থগিত করে।