,

এবার ভোটার ১০ কোটি ৪১ লাখের বেশি

ফাইল ফটো

বিশেষ প্রতিবেদক: এবারের সংসদ নির্বাচনে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০, যা গত ৩১ জানুয়ারি হালনাগাদ করা ভোটারের থেকে ৪৮ হাজার ৯৯ জন বেশি। ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর- এই সময়ের মধ্যে নতুন ভোটার হয়েছেন প্রায় ৫০ হাজার।

আইন অনুযায়ী, তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়া ও স্থানান্তরের সুযোগ ছিল। ১০ অক্টোবরের পর তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত কতজন ভোটার হয়েছেন তা জানা যায়নি।

ইসি সূত্রে জানা যায়, ভোটারদের মধ্যে ৫ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৩২৯ পুরুষ। নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ১৫১।

সংসদ নির্বাচন সামনে রেখে সম্প্রতি সংসদীয় আসনের ভোটার সংখ্যা নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)। আসনভিত্তিক তালিকা প্রকাশ করে তা সিডিতে মাঠপর্যায়ে পাঠানো হয়েছে।

আসনভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, এবার সবচেয়ে বেশি ভোটার ঢাকা-১৯ আসনে (আমিনবাজার, তেতুলঝোড়া, ভাকুর্তা, কাউন্দিয়া ইউনিয়ন ব্যতীত সাভার থানা)। সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে।

ঢাকা-১৯ আসনে মোট ভোটার সাত লাখ ৪৭ হাজার ৩০১। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে ভোটার সংখ্যা এক লাখ ৭৮ হাজার ৭৮৫। সর্বোচ্চ ও সর্বনিম্ন আসনে ভোটের ব্যবধান হচ্ছে পাঁচ লাখ ৬৮ হাজার ৫১৬, যা আসনভিত্তিক গড় ভোটারের থেকে অনেক বেশি। আসনভিত্তিক গড় ভোটার সাড়ে তিন লাখ থেকে কিছুটা কম।

৩০০ আসনের ভোটার

পঞ্চগড়-১: ৩ লাখ ৭৯ হাজার ২০২ জন, পঞ্চগড়-২: ৩ লাখ ৩৪ হাজার ৮৬৫, ঠাকুরগাঁও-১: ৪ লাখ ২২ হাজার ১২৪, ঠাকুরগাঁও-২: ২ লাখ ৭৩ হাজার ৪১৪, ঠাকুরগাঁও-৩: ৩ লাখ ১৭৪, দিনাজপুর-১: ৩ লাখ ৪৪ হাজার ৪৩, দিনাজপুর-২: ৩ লাখ ৬৫ হাজার ৬২, দিনাজপুর-৩: ৩ লাখ ৪৯ হাজার ৩৭৯, দিনাজপুর-৪: ৩ লাখ ৪২ হাজার ৮৮৪, দিনাজপুর-৫: ৩ লাখ ৯৯ হাজার ২৪১, দিনাজপুর-৬: ৪ লাখ ৬৬ হাজার ১৭২, নীলফামারী-১: ৩ লাখ ৭২ হাজার ৫৪০, নীলফামারী-২: ৩ লাখ ১১ হাজার ৬৯৯, নীলফামারী-৩: ২ লাখ ৩৬ হাজার ১৬৮, নীলফামারী-৪: ৩ লাখ ৭১ হাজার ৯৭৩, লালমনিরহাট-১: ৩ লাখ ১৮ হাজার ২৩, লালমনিরহাট-২: ৩ লাখ ৪৬ হাজার ২৮৪, লালমনিরহাট-৩: ২ লাখ ৫১ হাজার ৭৪৩, রংপুর-১: ২ লাখ ৮৭ হাজার ৯৮৪, রংপুর-২: ৩ লাখ ১২ হাজার ৮১৫, রংপুর-৩: ৪ লাখ ৪১ হাজার ৬৭৩, রংপুর-৪: ৪ লাখ ১২ হাজার ৯৫৯, রংপুর-৫: ৩ লাখ ৮৬ হাজার ৪১৪, রংপুর-৬: ২ লাখ ৯২ হাজার ৯৯৭, কুড়িগ্রাম-১: ৪ লাখ ৬১ হাজার ৪১৬, কুড়িগ্রাম-২: ৪ লাখ ৯৩ হাজার ৩৩৬, কুড়িগ্রাম-৩: ৩ লাখ ৩ হাজার ০১৩, কুড়িগ্রাম-৪: ২ লাখ ৮৯ হাজার ১১৭, গাইবান্ধা-১: ৩ লাখ ৩৯ হাজার ১৪৬, গাইবান্ধা-২: ৩ লাখ ৩৪ হাজার ৫৮৪, গাইবান্ধা-৩: ৪ লাখ ১১ হাজার ৯৪২, গাইবান্ধা-৪: ৩ লাখ ৮৬ হাজার ২৪৬, গাইবান্ধা-৫: ৩ লাখ ১৩ হাজার ৭৪৬ জন ভোটার।

জয়পুরহাট-১: ৩ লাখ ৯৯ হাজার ২৪৬, জয়পুরহাট-২: ৩ লাখ ৭ হাজার ৩০৩, বগুড়া-১: ৩ লাখ ১৭ হাজার ৫৪৫, বগুড়া-২: ২ লাখ ৯৬ হাজার ৪১৩, বগুড়া-৩: ২ লাখ ৯৬ হাজার ৪৫৩, বগুড়া-৪: ৩ লাখ ১২ হাজার ৮১, বগুড়া-৫: ৪ লাখ ৭৫ হাজার ৫৪৭, বগুড়া-৬: ৩ লাখ ৮৭ হাজার ২৫৪, বগুড়া-৭: ৪ লাখ ৬১ হাজার ৪৭১, চাঁপাইনবাবগঞ্জ-১: ৪ লাখ ১৬ হাজার ৫৪, চাঁপাইনবাবগঞ্জ-২: ৩ লাখ ৭৬ হাজার ৯৭২, চাঁপাইনবাবগঞ্জ-৩: ৩ লাখ ৮২ হাজার ৫৫৪, নওগাঁ-১: ৪ লাখ ২ হাজার ৬০০, নওগাঁ-২: ৩ লাখ ২২ হাজার ৩৭, নওগাঁ-৩: ৩ লাখ ৮২ হাজার ৪৮৮, নওগাঁ-৪: ২ লাখ ৮৯ হাজার ২২৬, নওগাঁ-৫: ৩ লাখ ১১ হাজার ৭০১, নওগাঁ-৬: ২ লাখ ৯৪ হাজার ৪০৮, রাজশাহী-১: ৩ লাখ ৮৩ হাজার ২৫৪, রাজশাহী-২: ৩ লাখ ১৭ হাজার ৮৫৩, রাজশাহী-৩: ৩ লাখ ৫৭ হাজার ৩৭২, রাজশাহী-৪: ২ লাখ ৭৭ হাজার ৯৯৯, রাজশাহী-৫: ৩ লাখ ১ হাজার ৫৯৪, রাজশাহী-৬: ৩ লাখ ৪ হাজার ২৭৮, নাটোর-১: ৩ লাখ ১১ হাজার ৮৬৯, নাটোর-২: ৩ লাখ ৪৩ হাজার ৯৬৬, নাটোর-৩: ২ লাখ ৭৬ হাজার ১৪৬, নাটোর-৪: ৩ লাখ ৭১ হাজার ৭৫০, সিরাজগঞ্জ-১: ৩ লাখ ৪৫ হাজার ৬৭৬, সিরাজগঞ্জ-২: ৩ লাখ ৫০ হাজার ৮৯৬, সিরাজগঞ্জ-৩: ৩ লাখ ৬৭ হাজার ৫২৯, সিরাজগঞ্জ-৪: ৩ লাখ ৯১ হাজার ১১৪, সিরাজগঞ্জ-৫: ৩ লাখ ৩৯ হাজার ৮৯৩, সিরাজগঞ্জ-৬: ৪ লাখ ১ হাজার ১৫৫, পাবনা-১: ৩ লাখ ৭৭ হাজার ৬৬৭, পাবনা-২: ৩ লাখ ৫৬৩, পাবনা-৩: ৪ লাখ ২ হাজার ৭৭৪, পাবনা-৪: ৩ লাখ ৬২ হাজার ৪৩৮, পাবনা-৫: ৪ লাখ ৩৫ হাজার ৮৮৫ জন (পুরুষ-২ লাখ ১৯ হাজার ৪৯৯, নারী-২ লাখ ১৬ হাজার ৩৮৬) ভোটার।

মেহেরপুর-১: ২৬৯৬০৫, মেহেরপুর-২: ২২৬২৮৭, কুষ্টিয়া-১: ৩৩৬১১৬, কুষ্টিয়া-২: ৩৯৯৫৮৫, কুষ্টিয়া-৩: ৩৭২৮০৫, কুষ্টিয়া-৪: ৩৫১০৬৩, চুয়াডাঙ্গা-১: ৪৩৭৭৭১, চুয়াডাঙ্গা-২: ৪১৪৯৮৬, ঝিনাইদহ-১: ২৭৬২৫৪, ঝিনাইদহ-২: ৪২৩৫২৩, ঝিনাইদহ-৩: ৩৬০৮৭৯, ঝিনাইদহ-৪: ২৮১৬২২, যশোর-১: ২৬৩৫৬৪, যশোর-২: ৪০৫৭৩৩, যশোর-৩: ৫২২৫৬১, যশোর-৪: ৩৮৬৮৫৪ যশোর-৫: ৩১৯০৩৮, যশোর-৬: ১৯৩৫৩৪, মাগুরা-১: ৩৫০০৪৮, মাগুরা-২: ৩৩৪৯২৪, নড়াইল-১: ২৩৮১৫৫, নড়াইল-২: ৩১৭৭৬৩, বাগেরহাট-১: ৩০২২৩৯, বাগেরহাট-২: ২৮৪০৬৮, বাগেরহাট-৩: ২২৬২১৭, বাগেরহাট-৪: ৩০০৫২২, খুলনা-১: ২৫৯৩৫৬, খুলনা-২: ২৯৪০৬২, খুলনা-৩: ২২৬৩০২, খুলনা-৪: ৩১০৪৪৯, খুলনা-৫: ৩৪৪৪৮০, খুলনা-৬: ৩৬৬১৯২, সাতক্ষীরা-১: ৪২৩০৩২, সাতক্ষীরা-২: ৩৫৬২৬৮, সাতক্ষীরা-৩: ৩৮৭২৯৩, সাতক্ষীরা-৪: ৩৯৩৭২৬ জন ভোটার।

বরগুনা-১: ৪১৪৩৮২, বরগুনা-২: ২৬৮৩১৬, পটুয়াখালী-১: ৩৯৩০৬৬, পটুয়াখালী-২: ২৫১৮৫৮, পটুয়াখালী-৩: ২৯৮৪৯৭, পটুয়াখালী-৪: ২৪৯০৪৬, ভোলা-১: ৩০৯৯৩৩, ভোলা-২: ২৯৭০২৩, ভোলা-৩: ২৯৩৫৪৭, ভোলা-৪: ৩৬৮৫৫৩, বরিশাল-১: ২৫৮০১৫, বরিশাল-২: ৩০২৫৭১, বরিশাল-৩: ২৫৩৬৪৯, বরিশাল-৪: ৩২৩৫৬৫, বরিশাল-৫: ৩৯৭২৩০, বরিশাল-৬: ২৪৫৫২৫, ঝালকাঠী-১: ১৭৮৭৮৫, ঝালকাঠী-২: ২৯০৩৩০, পিরোজপুর-১: ৪১৮৯৭৪, পিরোজপুর-২: ২২০৫০৮, পিরোজপুর-১৮৯৭৬৩ জন ভোটার।

টাঙ্গাইল-১: ৩৬৫৭৪৭, টাঙ্গাইল-২: ৩৪৮৫২৪, টাঙ্গাইল-৩: ৩১৭৯৯১, টাঙ্গাইল-৪: ৩১২৪১৫, টাঙ্গাইল-৫: ৩৮০২৭৯, টাঙ্গাইল-৬: ৩৯০৫৯৬, টাঙ্গাইল-৭: ৩২২৬৭৪, টাঙ্গাইল-৮: ৩৪৬৬৪৫, জামালপুর-১: ৩৪৬১৭০, জামালপুর-২: ২২১১৭৮, জামালপুর-৩: ৪২৪৯৫০, জামালপুর-৪: ২৫২৬৫২, জামালপুর-৫: ৪৬৯৮১৮, শেরপুর-১: ৩৬১০৫৩, শেরপুর-২: ৩৪৯১৩৬, শেরপুর-৩: ৩২৫৩৯৪, ময়মনসিংহ-১: ৩৭৭২৬৮, ময়মনসিংহ-২: ৪৫০৩৬০, ময়মনসিংহ-৩: ২৩৪৫৮৮, ময়মনসিংহ-৪: ৫৫৬৯৯৬, ময়মনসিংহ-৫: ৩০৬৪৭৯, ময়মনসিংহ-৬: ৩২৫৭২২, ময়মনসিংহ-৭: ৩১৫৪৭৮, ময়মনসিংহ-৮: ২৭১১৮৫, ময়মনসিংহ-৯: ২৯৪১০৮, ময়মনসিংহ-১০: ৩২৪২৯৬, ময়মনসিংহ-১১: ২৯৪৬৪১, নেত্রকোনা-১: ৩৫৩০৮৩, নেত্রকোনা-২: ৩৯৬২০৭, নেত্রকোনা-৩: ৩৩৪৪৪৯, নেত্রকোনা-৪: ২৯৮২০৮, নেত্রকোনা-৫: ২২৪৫৩৫ জন ভোটার।

কিশোরগঞ্জ-১: ৪৩০০৮৪, কিশোরগঞ্জ-২: ৪১৭২৬৫, কিশোরগঞ্জ-৩: ৩৪৭১৫৮, কিশোরগঞ্জ-৪: ৩২০২৩৬, কিশোরগঞ্জ-৫: ২৭৮৬১৩, কিশোরগঞ্জ-৬: ৩৩২৬১৪, মানিকগঞ্জ-১: ৩৮৪৫৮৭, মানিকগঞ্জ-২: ৪০৬১৯৫, মানিকগঞ্জ-৩: ৩১৯৪১৫, মুন্সীগঞ্জ-১: ৪৪০৪৫০, মুন্সীগঞ্জ-২: ৩০৫৯৯৭, মুন্সীগঞ্জ-৩: ৪১৬৫৪১, ঢাকা-১: ৪৪০৪০৭, ঢাকা-২: ৪৯৪৩১৩, ঢাকা-৩: ৩১১৬৪৭, ঢাকা-৪: ২৪৫৯০৮, ঢাকা-৫: ৪৫০৭২৫, ঢাকা-৬: ২৬৯২৭৬, ঢাকা-৭: ৩২৮২৬৯, ঢাকা-৮: ২৬৪৮৯৩, ঢাকা-৯: ৪২৫৫৭১, ঢাকা-১০: ৩১৩৭৫৮, ঢাকা-১১: ৪১৫৫৫৫, ঢাকা-১২: ৩৩৯৯৩৮, ঢাকা-১৩: ৩৭২৭৬৯, ঢাকা-১৪: ৪০৬৫৩৪, ঢাকা-১৫: ৩৪০৫২৮, ঢাকা-১৬: ৩৭৪৩৪০, ঢাকা-১৭: ৩১৩৯৯৮, ঢাকা-১৮: ৫৫৫৭১৩, ঢাকা-১৯: ৭৪৭৩০১, ঢাকা-২০: ৩২০১৪৫, গাজীপুর-১: ৬৬৪৫৫৪, গাজীপুর-২: ৭৪৫৮৪১, গাজীপুর-৩: ৪৩৬৬৪৩, গাজীপুর-৪: ২৬৭১৮৭, গাজীপুর-৫: ৩০২৪৭৮, নরসিংদী-১: ৩৮০০৩০, নরসিংদী-২: ২৩৪৩১১, নরসিংদী-৩: ২২৪৫৩২, নরসিংদী-৪: ৩৪১৬৫৭, নরসিংদী-৫: ৩৭১৪৪০, নারায়ণগঞ্জ-১: ৩৪৯৭৯০, নারায়ণগঞ্জ-২: ২৮৩৮৬৭, নারায়ণগঞ্জ-৩: ৩০৩৮৩৭, নারায়ণগঞ্জ-৪: ৬৫১১২৩, নারায়ণগঞ্জ-৫: ৪৪৫৬১৬, রাজবাড়ী-১: ৩৪৬৫৫১, রাজবাড়ী-২: ৪৬২১৩৮, ফরিদপুর-১: ৪২২৬৮৫, ফরিদপুর-২: ২৮৭১৩৫, ফরিদপুর-৩: ৩৪১১৫৫, ফরিদপুর-৪: ৩৭০৬৬৬, গোপালগঞ্জ-১: ৩২১১৩০, গোপালগঞ্জ-২: ৩১১৮২০, গোপালগঞ্জ-৩: ২৪৬৫১৪, মাদারীপুর-১: ২৪৫২৪৪, মাদারীপুর-২: ৩৪৭১৬০, মাদারীপুর-৩: ২৯৭৯৫৫, শরীয়পুর-১: ২৯৫৬৫০, শরীয়পুর-২: ২৩৪৩৫৯, শরীয়পুর-৩: ৩৩১০৯৯ জন ভোটার।

সুনামগঞ্জ-১: ৩৯৮৯৯৪, সুনামগঞ্জ-২: ২৫০৬৮৩, সুনামগঞ্জ-৩: ২৯২৫১১, সুনামগঞ্জ-৪: ২৮৮৯৯৩, সুনামগঞ্জ-৫: ৪১৫৮৮৫, সিলেট-১: ৫৪৩৫৩০, সিলেট-২: ২৮৬৩৮০, সিলেট-৩: ৩২২২৯৩, সিলেট-৪: ৩৮২৪০১, সিলেট-৫: ৩২৪৩১২, সিলেট-৬: ৩৯৩৮৮৫, মৌলভীবাজার-১: ২৬৫৮০৯, মৌলভীবাজার-২: ২৪১১৬১, মৌলভীবাজার-৩: ৩৯১২৬৮, হবিগঞ্জ-১: ৩৬৪৯৭৭, হবিগঞ্জ-২: ৩০৬৯৭২, হবিগঞ্জ-৩: ৩২৬৫৯৩, হবিগঞ্জ-৪: ৪২৭৫২৫ জন ভোটার।

ব্রাহ্মণবাড়িয়া-১: ২১৩৯৭৩, ব্রাহ্মণবাড়িয়া-২: ৩৩৫৭৪৬, ব্রাহ্মণবাড়িয়া-৩: ৫১৫০১১, ব্রাহ্মণবাড়িয়া-৪: ৩২৬৯৫৩, ব্রাহ্মণবাড়িয়া-৫: ৩৪৩৭৬৫, ব্রাহ্মণবাড়িয়া-৬: ২১৭৩৩৪, কুমিল্লা-১: ৩৪৭০০৫, কুমিল্লা-২: ২৮৯৯৪৯, কুমিল্লা-৩: ৩৮৩০৮৫, কুমিল্লা-৪: ৩১৬৭০৫, কুমিল্লা-৫: ৩৬৮৬৮০, কুমিল্লা-৬: ৪১৫৮০১, কুমিল্লা-৭: ২৫৪১৭৩, কুমিল্লা-৮: ২৯৬৬৪৮, কুমিল্লা-৯: ৩৬১৮৭৪, কুমিল্লা-১০: ৫১৬৩৯৪, কুমিল্লা-১১: ৩২৮১৬০, চাঁদপুর-১: ২৬৫৪৫০, চাঁদপুর-২: ৩৯৩০৭৪, চাঁদপুর-৩: ৪৩০২৫৭, চাঁদপুর-৪: ৩০৯৭৬৮, চাঁদপুর-৫: ৪০৮৪২৮, ফেনী-১: ৩০৪৮৯২, ফেনী-২: ৩৪৭৬৮২, ফেনী-৩: ৩৯৩২৫০, নোয়াখালী-১: ৩৪৭৬৫১, নোয়াখালী-২: ২৭৩৭৮৮, নোয়াখালী-৩: ৩৯২২৯৮, নোয়াখালী-৪: ৫৪৪৩২৯, নোয়াখালী-৫: ৩৩১৭৩৫ জন ভোটার।

নোয়াখালী-৬: ২৫৮৮২০, লক্ষ্মীপুর-১: ১৯৬৪২৮, লক্ষ্মীপুর-২: ৩৭২২৭৩, লক্ষ্মীপুর-৩: ৩৩০৭৯৭, লক্ষ্মীপুর-৪: ৩১০৮২৮, চট্টগ্রাম-১: ৩১৪৯৮৫, চট্টগ্রাম-২: ৩৬৯১২১, চট্টগ্রাম-৩: ২০২৬২৫, চট্টগ্রাম-৪: ৩৯৩২৩৭, চট্টগ্রাম-৫: ৪৩০০২৭, চট্টগ্রাম-৬: ২৭০৪৯২, চট্টগ্রাম-৭: ২৬৯২৯১, চট্টগ্রাম-৮: ৪৮৩১৪৫, চট্টগ্রাম-৯: ৩৯০৩৬৩, চট্টগ্রাম-১০: ৪৬৯২৪৬, চট্টগ্রাম-১১: ৫০৭৩৫৫, চট্টগ্রাম-১২: ২৮৫৮৭২, চট্টগ্রাম-১৩: ৩১০৪৬০, চট্টগ্রাম-১৪: ২৪৯০০৫, চট্টগ্রাম-১৫: ৩৮৮১৩৭, চট্টগ্রাম-১৬: ৩০৩০৭২, কক্সবাজার-১: ৩৯০৬৭৫, কক্সবাজার-২: ২৯৬০৯৬, কক্সবাজার-৩: ৪১৪১৮৫, কক্সবাজার-৪: ২৬৫৮২৪, পার্বত্য খাগড়াছড়ি: ৪৪১৭৪৩, পার্বত্য রাঙ্গামাটি: ৪১৮২১৫ ও পার্বত্য বান্দরবান: ২৪৬৬৫৩ জন ভোটার।

এই বিভাগের আরও খবর