নিজস্ব প্রতিবেদক: এপ্রিলে যে সব গার্মেন্টসে কজ হয়নি বা বন্ধ ছিলো সেসব কারখানার শ্রমিকরা মোট বেতনের ৬০ শতাংশ পাবে। আর যারা কাজ করেছে তারা পুরো বেতন পাবে।
এছাড়া কোনো কারখানা লে অফ ঘোষণা করা হবে না। মে মাসে কোনো কারখানায় শ্রমিক ছাঁটাই হবে না।
আজ বুধবার সচিবালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে এক সভা শেষে এ কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
এ সময় ঢাকার বাইরে থাকা শ্রমিকদের রাজধানীমুখী না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের পাওনা অর্থ তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।