নিজস্ব প্রতিবেদক: যুবলীগের শীর্ষ এক নেতার গ্রেফতারের ঘটনা সত্য কিনা এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নাম উল্লেখ না করে সবাইকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে কেউ আইনের ঊর্ধ্বে নয় বলেও জানিয়েছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গ্রেফতারের সত্যতা যাচাইয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা জানতে একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করুন যা ঘটে তা তো দেখবেন।’
তিনি আরও বলেন, ‘তার সম্পর্কে আপনারা অনেক কিছুই বলছেন। তবে সে যে-ই হোক অপরাধ করলে আইনের আওতায় আনা হবে।’
অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু ক্যাসিনোবিরোধী অভিযান র্যাব শুরু করেছে, তাই তারাই অভিযান চালাবে। তবে অভিযানে অযথা কাউকে যেন হয়রানি করা না হয় সেদিকেও লক্ষ্য রাখা হবে।