জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে সনাতন ধর্মের ইসকনের প্রার্থনালয় শ্রী শ্রী নামহট্র সংঘে হামলা-ভাঙচুরের ঘটনায় এক ছাত্রলীগ কর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
ওই ঘটনায় শুক্রবার রাতে মামলা দায়েরের পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে সন্দেহজনক অপরাধী হিসেবে তিনজনকে আটক করা হয়।
প্রার্থনালয়ের সাধক ভক্ত প্রণয় কর্মকার বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলাটি করেন।
গ্রেফতারকৃতরা হলেন-শহরের পঞ্চবটি এলাকার উসমান গণির ছেলে ছাত্রলীগকর্মী সানজিব (২৪), পৌর ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক হাসিবুল হাসান প্রান্ত (২৯) ও তার ছোট ভাই শান্ত (২২)। তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, শুক্রবার বিকালে ভৈরব রানীর বাজার এলাকার সনাতন ধর্মের ইসকন অনুসারী সন্ন্যাসীদের প্রার্থনালয়ে একদল দুর্বৃত্ত হামলা-ভাঙচুর, লুটপাট করে।
এদিকে শনিবার সকালে কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ঘটনাস্থল প্রার্থনালয় নামহট্র সংঘ এলাকাটি পরিদর্শন করেছেন।
কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, থানায় মামলা হওয়ার পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। প্রার্থনালয়ে যারা হামলা ভাংচুর করেছে সেই অপরাধীদেরকে সিসি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতার করা হবে।