,

ইভিএমের পক্ষে প্রচার চালাবে ইসি

নিজস্ব প্রতিবেদক: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিষয়ে অপপ্রচার বন্ধে দেশব্যাপী প্রচার চালাবে নির্বাচন কমিশন (ইসি)।

ইভিএমের পক্ষে টেলিভিশন, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, আগামী ৫ নভেম্বর ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচন হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ফরিদপুর-২ আসনের উপ- নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১০ অক্টোবর। বাছাই ১২ অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর।

এ নির্বাচনে রিটার্নিং অফিসার করা হয়েছে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে। ফরিদপুরের জেলা নির্বাচন কর্মকর্তা, সালথা ও নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর