,

ইব্রাহিম খালেদের দফন হবে গোপালগঞ্জে

বিডিনিউজ ১০ ডটকম: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ মরদেহ তার গোপালগঞ্জের গ্রামের বাড়িতে দাফন করা হবে।

আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভোর সাড়ে পাঁচটার দিকে ইব্রাহিম খালেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলায় নেয়ার পর, বাদ জোহর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হবে তার জানাজা। গোপালগঞ্জে গ্রামের বাড়িতে হবে দাফন।

এর আগে করোনা আক্রান্ত হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর করোনা নেগেটিভ হলে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। পরে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আনা হলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়। ইব্রাহিম খালেদের মৃত্যুতে শোক প্রকাশ করেন ব্যাংকিংখাত সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর