,

ইবিতে বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতা

ইবি প্রতিনিধি: মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধুর আত্মজীবনী শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) ইবির খালেদা জিয়া আবাসিক হলের আয়োজনে এ প্রতিযোগিতা হয়। এতে ২৯ জন শিক্ষার্থী অংশ নেয়।

এতে আবাসিক শিক্ষিকা প্রভাষক মাহবুবা সিদ্দিকার সঞ্চালনায় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেবা মণ্ডল, আবাসিক শিক্ষিকা মমতা মোস্তারি, আতিফা কাফি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বুদ্ধিবৃত্তিক স্মৃতিকে উজ্জীবিত করার জন্য আমরা বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করেছি। এরই ধারাবাহিকতায় এই আয়োজন। আমরা বঙ্গবন্ধুকে জানবো, জাতিকে জানবো, বিশ্বকে জানবো।

প্রসঙ্গত, এ প্রতিযোগিতার ফল আগামী এক সপ্তাহের মধ্যে দেওয়া হবে ও পুরস্কার ২৬ মার্চ প্রদান করা হবে বলে জানিয়েছেন হল কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর