বিডিনিউজ ১০ ডটকম: রাজধানীর ডেমরায় স্টাফ রোড এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সোহাগ মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
সোহাগ গাজীপুরের শ্রীপুর মাওনা গ্রামের মোতালেব মিয়ার সন্তান। বর্তমানে সারুলিয়া হাজি নগর মিনহাজ সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন তিনি।
নিহতের মামা বাবু মিয়া জানান, ডেমরা স্টাফ রোডে ইজিবাইকের লাইনম্যান হিসেবে কাজ করতেন সোহাগ। পেশাগত কাজ করার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।