,

আলফাডাঙ্গায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর লিমিটেডের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

জোনাল অফিসের আয়োজনে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর লিমিটেডের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার আলফাডাঙ্গা জোনাল অফিসের আয়োজনে অফিস কক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।

জোনাল অফিসের এজিএম মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌরসভার মেয়র আলী আকসাদ ঝন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানার ওসি মো. আবু তাহের, বিশিষ্ট চিকিৎসক ডা. সুমন রায়, এশিয়া টেলিভিশনের প্রতিনিধি মো.আমিরুল ইসলাম, প্যানেল মেয়র ইউসুব মুন্সী ও জোন প্রধান ডিজিএম মো.মাইনুল ইসলাম প্রমুখ।

আলফাডাঙ্গা জোনের এজিএম মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘এশিয়ার শ্রেষ্ঠ জীবন বীমা কোম্পানী ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোম্পানী লিমিটেড। জনবীমা এ অঞ্চলের মানুষের আস্থার নিরাপদ ঠিকানা হিসেবে মানুষের মনে জায়গা করে নিয়েছে। সম্মানীত গ্রাহকবৃন্দরা তাদের সঞ্চিত আমানত রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের পাওনা বুঝে পাচ্ছেন। দেশের উন্নয়নের স্বার্থে, নিজে ও তার পরিবারের জন্য ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোম্পানীর পাশে থাকবেন।’

-মো. ইকবাল হোসেন

এই বিভাগের আরও খবর