জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী নেতার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কয়েক শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা বাজারে বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ফরিদপুর-১আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় কাজী সিরাজের ভাতষ্পুত্র কাজী শহিদুল ইসলাম স্বজল, টগরবন্দ ইউনিয়ন আওযামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল ফকির, সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলামসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একই দিন বিকেলে সদর ইউনিয়নের মহিষারঘোপ বাজারে আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুলের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.হাবিবুর রহমানের পরিচালনায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
-মো. ইকবাল হোসেন