,

আব্দুল আলীম গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি নির্বাচিত

আব্দুল আলীম মোল্যা

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৫নং এলাকা পরিচালক আব্দুল আলীম মোল্যা সভাপতি নির্বাচিত হয়েছেন। জেলার সকল উপজেলার পরিচালকদের ভোটে তিনি এ সভাপতি নির্বাচিত হন।

৮ ফেব্রুয়ারী গোপালগঞ্জের কারারগাতী গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের বোর্ড কক্ষে সমিতির বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

পল্লী বিদুৎ সমিতির সভাপতি ফারুক রহমান শরীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক (প্রশাসন) শাকিলা খন্দকার, সহকারী-পরিচালক আব্দুল্লাহ আল মাসউদ, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো: সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার বিপুল কৃষ্ণ মন্ডল, সহকারী জেনারেল ম্যানেজার রনজিৎ চন্দ্র দেবনাথ প্রমুখ।

আব্দুল আলীম মোল্যা এর আগে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কাশিয়ানী উপজেলার ৫ নং এলাকা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

আব্দুল আলীম মোল্যা গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় পল্লী বিদ্যুৎ গ্রাহকরা অভিনন্দন জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর