দেবীপক্ষের আজ শুরু, বিজয়া দশমীতে যার সমাপ্তি। আশ্বিনের রোদে কাশফুলের দলুনি। পূজার বাকি মাত্র ৬ দিন। এরমধ্যেই চলে এসেছে মহালয়া। দেবী বরণে মাদারীপুর, বগুড়া ও ফেনীতে চলছে শেষ সময়ের তোড়জোড়।
বলা হয়ে থাকে, আজকের দিনেই দেবীদূর্গার প্রতিমায় চক্ষুদান করবে কারিগররা। এ বছর মাদারীপুরে ৪৪৫টি, বগুড়ায় ৬৫৯টি ও ফেনীতে ১৪০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আইন শৃঙ্খলাবাহিনী বলছে, নিরাপত্তা ঘিরে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা ও সতর্কতা।
বরগুনার জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ বলেন, পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে যথেষ্ঠ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রশাসনকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান বরগুনার জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ।
দূর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ফেনী জেলার পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী বলেন, পূজা চলাকালীন সময়ে মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে সব সময়ের জন্য পুলিশ বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে।
সূর্যের প্রথম প্রহরের সূচনার সাথে মনের অসুরের বধ হোক এমনটিই প্রত্যাশা সকলের।