বিডিনিউজ ১০ রিপোর্ট: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম বলেছেন, ‘নভেম্বরের ০১ তারিখ থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হতে যাচ্ছে। আমরা এ আইনের একটি দাঁড়ি ও কমার কোনো পরিবর্তন করিনি, সংসদে যেভাবে আইনটি পাস হয়েছে সেটাই রাখা হয়েছে। এ আইন মানার বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে। শুধু পুলিশি ভয় দেখিয়ে আইন কার্যকর করা যাবে না।’
রবিবার (২৭ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই (নিসচা) আয়োজিত ‘রাউন্ড দ্য ওয়ার্ল্ড রাউন্ড টেবিলে’ এসব কথা জানান।
এ সময় সরকার একটি নিরাপদ সড়ক উপহার দিতে কাজ করছে বলে জানিয়ে সচিব নজরুল ইসলাম বলেন, এরই মধ্যে প্রকল্প হাতে নিয়েছে বাসচালকদের প্রশিক্ষণ দেওয়ার। এটি নিয়ে আমরা কাজ শুরু করেছি। প্রাথমিকভাবে এক লাখ চালককে প্রশিক্ষণ দেওয়া হবে। পরে আরও তিন লাখ চালক প্রশিক্ষণের আওতায় আসবে।
অনুষ্ঠানে নিসচা আন্দোলনের সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের অনেক দিনের দাবি একটি নিরাপদ সড়কের। ইতোমধ্যে সরকারে এটি নিয়ে কাজ ও চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে। আগামী ২০২৫ সালের মধ্যে প্রতিটি চালককে আমরা এ প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে চাই। এজন্য সরকারের সঙ্গে আমরা একযোগে কাজ শুরু করেছি।
‘রাউন্ড দ্য ওয়ার্ল্ড রাউন্ড টেবিলে’ অনুষ্ঠানে নিসচা আন্দোলন, বিআরটিএ ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।