,

অপরিকল্পিত দালান আর নয় : পূর্তমন্ত্রী

বিডিনিউজ ১০ ডেস্ক: এখন থেকে অপরিকল্পিত কোনো দালান নির্মাণ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

সোমবার সচিবালয়ে ভূমিকম্প বিষয়ে রাজউকের ‘আরবান রেজিলেন্স প্রকল্প’ নিয়ে পর্যালাচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নতুন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।

পুরনো ঢাকায় বিশাল এলাকা জুড়ে ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে, এক্ষেত্রে কোনো পদক্ষেপ নেবেন কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাদের কিছু পরিকল্পনা আছে। যে ইমারতগুলো বসবাস অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ সেগুলো চিহ্নিত করার কাজ চলছে।

এ বিষয়ে বেশকিছু কাজ এগিয়েছে, এগুলো শেষ করার পর কোনো রকম বাধা আমরা মেনে নেব না। আমরা জীবনের নিরাপত্তা, নগরীর পরিবেশ এবং পরিকল্পিত নগরী রক্ষার জন্য এসব বিল্ডিং ভেঙে ফেলার জন্য তাদের (মালিকদের) তাগিদ দেব। তারা যদি ভাঙতে না চান, আইনগতভাবে আমরা ভেঙে ফেলার উদ্যোগ নেব।’

রেজাউল করিম বলেন, অতীতে কী হয়েছে জানি না। এখন থেকে অপরিকল্পিত কোনো দালান নির্মিত হবে না। যেসব দালান বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে সেক্ষেত্রে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর