,

অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে রামদিয়া সরকারি এস কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের ওপর মুখোশধারী দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সর্বস্তরের কলেজ শিক্ষকরা।

মঙ্গলবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত জেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধর করা হয়।

মানববন্ধনে কলেজ অধ্যক্ষের উপর হামলাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান শিক্ষকরা। অন্যথায় আগামী ৮ মার্চ থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষনার আল্টিমেটাম দেন তারা।

মানববন্ধন শেষে ৪ দফা দাবীতে শিক্ষকরা জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বঙ্গবন্ধু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাব্বত আলী, অধ্যাপক শাহ আলম, অধ্যাপক হাবিবুর রহমান, শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যাক্ষ হুমায়রা আক্তার প্রমূখ।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় সরকারি বাসভবন থেকে কলেজ মসজিদে এশার নামজ পড়তে যাওয়ার সময় মুখোশধারি দুর্বৃত্তরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইলামের ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সাইফুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি অবস্থার হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এই বিভাগের আরও খবর