অধিবেশন শুরু হবে বিকাল ৫ টায়। পুরো অধিবেশনেই গুরুত্ব পাবে বাজেট সম্পর্কিত বিষয়াবলী। মঙ্গলবার জাতীয় সংসদের ওয়েবসাইটে সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিবেশনের কার্যসূচিতে এছাড়াও থাকছে সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোকপ্রস্তাব। প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের সাথে প্রশ্নোত্তর পর্বে শুধুমাত্র বাজেট এবং গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে আলোচনা হবে।
করোনার কারণে এবারের অধিবেশন হবে খুবই সংক্ষিপ্ত যা চলতে পারে মাত্র ১২ দিন।