,

হাসপাতালে খালেদা জিয়া

হাসপাতালে নেওয়ার পথে খালেদা জিয়া (ফাইল ফটো)

জ্যেষ্ঠ প্রতিবেদক: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেছেন, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ম্যাডামকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হবে কি না, এ বিষয়ে কেউ মন্তব্য করতে রাজি হননি। তবে, বিএনপির একটি সূত্র জানিয়েছে, আজ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানোর সম্ভাবনা নেই। রুটিন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আবার বাসায় নেওয়া হবে।

এর আগে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র সামনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। একটি মিথ্যা মামলায় তাকে যে সাজা দেওয়া হয়েছে, তিনি সেই সাজার মধ্যে আছেন। তিনি এখন মৌলিক অধিকার থেকে বঞ্চিত। চিকিৎসা পাওয়া যে মৌলিক অধিকার, সেটা থেকেও তিনি বঞ্চিত।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা বলেছেন, সুচিকিৎসার জন্য ওনাকে বিদেশে নিয়ে যেতে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জাপান। এই দেশগুলোতে তার রোগের চিকিৎসা আছে। বারবার পরিবার ও দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে সরকারকে। কিন্তু সরকার তাকে কোনোভাবেই বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দিচ্ছে না।’

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi